নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ০৬ নভেম্বর : জমিতে বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষের জেরে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করলো চাঁচল থানার পুলিশ।বৃহস্পতিবার গভীর রাত্রে চাঁচলের মাধবপুর ঘাট থেকে অভিযুক্ত সুখবর আলী ও তার ছেলে বাবলু আলীকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের বাসিন্দা মরবেজ আলী ও তার ভাই মহসিন আলী তাদের নিজের জমির সীমানায় বেড়া দিচ্ছিল। সেসময় প্রতিবেশী সুকবর আলী সেখানে বেড়া দিতে বাধা দেয়। এনিয়ে বচসা শুরু হয়ে যায় দুজনের মধ্যে।গন্ডগোল চলাকালীন আচমকাই সুকবর আলীর ছেলে বাবলু আলী হঠাৎ করে বাড়ি থেকে বন্দুক নিয়ে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেসময় একটি গুলি মরবেজ আলীর বুকে গিয়ে লাগে। অন্যদিকে সুকবর আলীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় মরবেজ আলীর ভাই মহসীন আলী।গোলমালের আওয়াজে এলাকার বাসিন্দারা ছুটে এলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় সুকবর আলী ও তার ছেলে বাবলু আলী। তদন্তের পরিপ্রেক্ষিতে ঘটনার দিনেই সংঘর্ষে জড়িত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার মূল অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করায় এখনো পর্যন্ত মোট ছজনকে গ্রেপ্তার করলো পুলিশ।শুক্রবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। তবে ঘটনায় মুল আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি। আগ্নেয়াস্ত্রটির সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।