নিজস্ব সংবাদদাতা , মালদা , ০৬ নভেম্বর : প্রশাসনের অনুমতি ছাড়াই রাজ্য সড়কের ধারে থাকা সরকারি গাছ কাটার অভিযোগ উঠলো খোদ গাছের যোগানদারদের বিরুদ্ধে।শুক্রবার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার পুখুরিয়া থানার নউগামা এলাকায়।।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গত ৪ঠা নভেম্বর ভোর রাতে রাজ্য সড়কের ধারে থাকা ইউক্যালিপটাস গাছগুলি কেটে নিয়ে যায় এলাকার কয়েকজন যোগানদার।এই ঘটনায় অভিযোগের আঙ্গুল ওঠে যোগানদার মুনসের আলী, দাউদ আলী, সৈকত আলী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।এই ঘটনায় বুধবার জেলা পুলিশ সুপার অফিসে ইমেল মারফত অভিযোগ জানানো হয়।তা সত্ত্বেও শুক্রবার ভোরে ফের রাজ্য সড়কের ধার থেকে তিনটি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায় তারা।অপর একজন যোগানদার এই গাছ কাটার প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় রতুয়া-২ নম্বর ব্লক অফিসে এবং জেলা বনদফতরে অভিযোগ জানানো হয়।যদিও অভিযুক্ত যোগানদারেরা জানিয়েছেন, স্থানীয় পুকুরিয়া থানার অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে। তবে এবিষয়ে কোনো লিখিত অনুমতিপত্র দেখাতে পারেনি তারা। অন্যদিকে এবিষয়ে প্রশাসনের কাছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসীরা।পাশাপাশি সরকারি গাছ কাটা রুখতে নজরদারীর দাবিও জানিয়েছেন এলাকার বাসিন্দারা।