নিউজ ডেস্ক , ২৯ অক্টোবর : এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। ডায়ালিসিস শুরু করা হয়েছে। যদিও হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় রক্ত দিতে হচ্ছে।
স্নায়বিক অবস্থার খুব সামান্য উন্নতির কারণে বৃহস্পতিবার ডাকাডাকির পর চোখ খুলে তাকিয়েছেন তিনি। গত চারদিনের মধ্যে এদিনই কিছুটা স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা বলে জানা গেছে। যদিও ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন হচ্ছে তার। উল্লেখ্য, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনামুক্ত হলেও শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থার ফের অবনতি লক্ষ করা যায়।
Next Post
লহ্মী আরাধনায় সামিল আপামর বাঙালি
Fri Oct 30 , 2020
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক , ৩০ অক্টোবর : উৎসব প্রেমী বাঙালির মহোৎসব দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই চলে আসে ধনদেবী লক্ষীর পুজো। দেবীর আরাধনা ঘিরে পুজোর জোগাড় করতে বাঙালির ব্যস্ততা এখন তুঙ্গে। পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে পুজিতা হয় দেবী […]

আপনার পছন্দের সংবাদ
-
2 years ago
জামিন পেলেন রিয়া চক্রবর্তী
-
2 years ago
থেমে গেল অপুর পথ চলা, থামলো ফাইট।