নিউজ ডেস্ক : পল্লী সমিতির সম্পাদকের বিরুদ্ধে দুই কোটি টাকা নয় ছয় করার অভিযোগ আনলো কমিটির সভাপতি।ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকায়।
শতবর্ষ প্রাচীন এই পিপলা পল্লী সমিতির সম্পাদক গৌতম আচার্য, সমিতির দুই কোটি চোদ্দ লাখ টাকা নয়-ছয় করেছেন এবং তার কোন হিসেব দিতে পারছেন না এমনটাই অভিযোগ এনেছেন সমিতির সভাপতি বীরেন্দ্র নাথ দাস। সমিতির সভাপতি বীরেন্দ্র নাথ দাস জানান, সমিতির পরিচালন কমিটিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে নকল রেজুলেশন করে সমিতির সম্পাদক গৌতম আচার্য সমিতির ব্যাংক একাউন্ট থেকে ধাপে ধাপে দুই কোটি চোদ্দ লক্ষ টাকা উঠিয়ে নিয়েছেন। ফলস রেজুলেশনের মাধ্যমে অন্য একজন লোককে সভাপতি এবং কোষাধ্যক্ষ সাজিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়া হয়েছে।
এই তহবিল গ্রামেগঞ্জে স্যানিটারি প্যাড, মাস্ক সরবরাহের জন্য করা হয়েছিল।তাকে বারংবার জানানো হলেও টাকার হিসাব দিতে নারাজ বলে অভিযোগ এনেছেন বীরেন্দ্রবাবু।এই ঘটনায় পুলিশ সুপার-সহ মহকুমা পুলিশ আধিকারিক এর দ্বারস্থ হয়েছেন বীরেন্দ্রবাবু। বন্ধ করা হয়েছে সমিতির ওই আকাউন্টও।অন্যদিকে
তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সমিতির সম্পাদক গৌতম আচার্য জানান,লকডাউন এর আগে পল্লী সমিতি থেকে অনেক কাজ করা হয় এলাকায়।বকেয়া টাকা অ্যাকাউন্টে এলে
ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে কনট্রাক্টরদের অ্যাকাউন্টে পাঠানো হয়।কিছুদিনের মধ্যে তিনি সমস্ত হিসেবপত্র পেশ করবেন বলে জানিয়েছেন গৌতমবাবু।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, পল্লী সমিতি থেকে এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন : ওয়াকফ বোর্ডের জমি দখলের অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে