
রায়গঞ্জ, ০৫ জুন : একদিকে করোনার বাড়বাড়ন্ত আর অন্যদিকে গরমের দাপট৷ জোড়া আক্রমণে বিপাকে সাধারণ মানুষ। বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের পর থেকেই পাল্লা দিয়ে বেড়েছে গরম। সূর্যের প্রখর তাপ আর প্যাচপেচে গরমে ওষ্ঠাগত মানুষের প্রাণ।
বিগত কয়েকদিন ধরে শুধু রায়গঞ্জ নয়, গোটা উত্তর দিনাজপুর জেলাতেই তীব্র গরমের এমন চিত্র লক্ষ্য করা যাচ্ছে৷ সকাল হতেই কাঠ ফাঁটা রোদে জ্বালাপোড়া অনুভূতি৷ তীব্র দাবদাহে দিনভর প্রয়োজনে কাজে বেরিয়ে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ৷ অন্যান্যবার বাইরে প্রচণ্ড গরমে কেউ আখের রস কিংবা ঠাণ্ডা পানীয় পান করে তৃষ্ণা মেটাতেন। এবার লকডাউনে রাস্তায় আখের রস বিক্রেতাদের প্রায় দেখা নেই৷ ফলে বেরিয়ে অস্বস্তি আর গরমের জাঁতাকলে নাভিশ্বাস অবস্থা। সাধারণ মানুষের বক্তব্য তাপমাত্রা অন্তত ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে কয়েকদিন ধরে৷ ফলে এই গরমে বাড়িতেই অসুস্থতা বোধ করছে অনেকে৷ করোনা অতিমারির কারণে রাজ্যজুড়ে চলছে লকডাউন। ফলে ঘর বন্দি থাকতে হচ্ছে মানুষকে। কিন্তু ঘরে থেকেও নিস্তার নেই। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা৷ ভারী বৃষ্টিপাত না হলে কিংবা বর্ষা না নামলে এমন তীব্র গরম কমার লক্ষণ নেই বললেই চলে। ফলে কবে বৃষ্টি নামে এখন সেদিকেই চোখ মানুষের।
