ডিজিটাল ডেস্ক : লাদাখ ইস্যুকে কেন্দ্র করে আগেই টিকটক সহ অনেকগুলি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র। এবারে একযোগে পাবজি সহ ১১৮ টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রক। বুধবার বিকেলে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। উল্লেখ্য লাদাখ ইস্যু নিয়ে চীনের সঙ্গে ক্রমশঃ ভারতের সম্পর্ক অবনতি হওয়ার পর গত জুন মাসে টিকটক সহ বেশকিছু অ্যাপ নিষিদ্ধ বা ব্যান করে কেন্দ্র।
/
ভারতের এই সিদ্ধান্তকে সমর্থন করে অনেক দেশই৷ উল্লেখ্য গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের পর লাদাখ পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। পাশাপাশি ভারতের ওপর চিন সাইবার হামলাও চালাতে পারে বলে আশঙ্কা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের। সেই আশঙ্কা থেকে আগেই ৫৯ টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
বিশেষজ্ঞদের সন্দেহ চীনা এই অ্যাপগুলি কাজে লাগিয়ে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গোপনীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার আর ঝুঁকি নিতে চাইছে না। একারণে এবারে নিষেধাজ্ঞার কোপে পড়ল শতাধিক অ্যাপ৷ ফলে এখন আর পাবজি গেম খেলা যাবে না ভারতে।