শাশ্বতী চক্রবর্তী – দিনে দিনে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে করোনার প্রকোপ। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন প্রায় ৮০ হাজারের বেশি মানুষ। বর্তমানে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে প্রায় ৩৭ লক্ষের বেশি।এবারে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
তাঁর কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বুধবার সকালে তিনি নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন। উপসর্গহীন হওয়ায় বাড়িতেই আইসোলেশনে রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি ট্যুইটে লেখেন, ‘”আমার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। কোনো উপসর্গ নেই। তাই বাড়িতেই আইসোলেশনে আছি। বাড়ি থেকেই সমস্ত কাজ চালাবো। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাদের সাবধান হওয়ার অনুরোধ করছি।”
এই নিয়ে তিনি দেশের চতুর্থ মুখ্যমন্ত্রী যিনি কোভিড আক্রান্ত হলেন। এর আগে কোভিড আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এখনও অবধি গোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮,০০৬ জন।