নিউজ ডেস্ক – জম্মু ও কাশ্মীরের সরকারি ভাষার বিলে স্থান পেলো কাশ্মীরি, ডোগরি এবং হিন্দি। এই মর্মে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন। মন্ত্রীসভা অনুমোদিত নতুন বিলের আওতায় জম্মু ও কাশ্মীরের সরকারি ভাষা হবে উর্দু, কাশ্মীরি, ডোগরি, হিন্দি ও ইংরেজি।
জাভড়েকর আরও বলেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি নিয়োগ-পরবর্তী সংস্কারের জন্য ‘মিশন কর্মযোগীতে’-তেও অনুমোদন দিয়েছে। জম্মু ও কাশ্মীরের ডোগরি, হিন্দি এবং কাশ্মীরিকে সরকারি ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা কেবল দীর্ঘকাল ধরে পড়ে থাকা জনগণের দাবি পূরণ নয়। গত বছরের ৫ই আগস্ট ৩৭০ ধারা বিলোপের পরে সমতার প্রতিষ্ঠার মনোভাবকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবী কেন্দ্রীয় মন্ত্রকের।