হুমকী ও জোর করে পুজোর চাঁদা আদায়ের অভিযোগে উত্তেজনা রায়গঞ্জে

রায়গঞ্জ, ১৮ সেপ্টেম্বর :  দোকানীদের গালিগালাজ,হুমকী ও জোর করে পুজোর চাঁদা আদায়ের অভিযোগে উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ পুরসভার ৫ নং ওয়ার্ডে অবস্থিত সুপার মার্কেট সব্জী বাজারে। ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন বিষয় টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রায়গঞ্জ পুরসভার ৫ নং ওয়ার্ডের সব্জী বাজারটি দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দারা এই বাজার থেকেই দৈনন্দিন বাজার করেন। কিন্তু সম্প্রতি বিশ্বকর্মা পুজোকে ঘিরে স্থানীয় কিছু যুবকের সাথে গন্ডগোল বাধে ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, ” আমাদের কিছু না জানিয়ে বাজারের মধ্যে পুজোর প্যান্ডেল তৈরী করে কিছু যুবক। প্রতিদিনের মতো দোকান বসালে তারা দোকানের জিনিসপত্র তুলে ফেলে দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ করে। ব্যবসায়ী দের আরো অভিযোগ, ” পুজোর জন্য চাঁদার জুলুম বাড়ছে। বড় অঙ্কের চাঁদা আমাদের দেওয়ার ক্ষমতা নেই। এই পরিস্থিতিতে আমরা অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। ” অন্যদিকে স্থানীয় কাউন্সিলর সাধন বর্মন বলেন,” পুজো করা নিয়ে একটা সমস্যা হয়েছে। ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Next Post

অকাল প্রয়ান প্রাক্তন ক্রিকেটারের

Sat Sep 18 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক, ১৮ সেপ্টেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছর বয়সে প্রয়াত হলেন বাংলার প্রাক্তন বাঁহাতি স্পিনার মুর্তাজা লোধগার।বাংলার হয়ে রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছিলেন মুর্তজা| খেলা ছাড়ার পর বাংলার মহিলা দলের কোচ হিসাবে কাজ করেছেন। চলতি […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!