রায়গঞ্জ, ১৮ সেপ্টেম্বর : দোকানীদের গালিগালাজ,হুমকী ও জোর করে পুজোর চাঁদা আদায়ের অভিযোগে উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ পুরসভার ৫ নং ওয়ার্ডে অবস্থিত সুপার মার্কেট সব্জী বাজারে। ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন বিষয় টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ পুরসভার ৫ নং ওয়ার্ডের সব্জী বাজারটি দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দারা এই বাজার থেকেই দৈনন্দিন বাজার করেন। কিন্তু সম্প্রতি বিশ্বকর্মা পুজোকে ঘিরে স্থানীয় কিছু যুবকের সাথে গন্ডগোল বাধে ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, ” আমাদের কিছু না জানিয়ে বাজারের মধ্যে পুজোর প্যান্ডেল তৈরী করে কিছু যুবক। প্রতিদিনের মতো দোকান বসালে তারা দোকানের জিনিসপত্র তুলে ফেলে দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ করে। ব্যবসায়ী দের আরো অভিযোগ, ” পুজোর জন্য চাঁদার জুলুম বাড়ছে। বড় অঙ্কের চাঁদা আমাদের দেওয়ার ক্ষমতা নেই। এই পরিস্থিতিতে আমরা অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। ” অন্যদিকে স্থানীয় কাউন্সিলর সাধন বর্মন বলেন,” পুজো করা নিয়ে একটা সমস্যা হয়েছে। ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।