নিউজ ডেস্ক , ১২ নভেম্বর : শিরোমণি অকালি দল, শিব সেনা আগেই এন ডি এ ছেড়ে বেরিয়ে গেছে। তাই বিহার বিধানসভা নির্বাচনে সতর্ক বিজেপি। তাদের সাফ কথা পূর্ব ঘোষণা মতো বিহারের মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর হাত ধরেই তৈরি হয়েছিল এন ডি এ জোট। এখনও এন ডি এ শিবির সমানভাবে অটুট থাকলেও মোদি সরকারের আমলে শিবসেনা এবং পরে কিছুদিন আগে শিরোমণি অকালি দল বেরিয়ে এসেছে এন ডি এ ছেড়ে ৷
স্বাভাবিকভাবেই এন ডি এ-র ভাঙ্গন রোধে তাই সতর্ক বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ বিহার বিধানসভা নির্বাচনে জোট শরিক জে ডি ইউ-র থেকে বেশি আসন পেয়েছে বিজেপি। তাই বিজেপি কোন কোন মহল থেকে দাবি উঠছে মুখ্যমন্ত্রী পদে বিজেপি থেকেই করা হোক। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে নির্বাচনের আগে যা ঘোষণা করা হয়েছিল তাই বলবৎ থাকুক। অর্থাৎ নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ক্ষমতায় লড়েছিল এন ডি এ জোট। এখন ভোটের পর যদি বিজেপি থেকে কাউকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হয় সেক্ষেত্রে শুধু প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগই নয়, বিরাগভাজন হবে জে ডি ইউ। এমনকি এন ডি এ শিবিরে ভাঙন দেখা দিতে পারে। যা মোটেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে কাছে কাম্য নয়। তাই এনিয়ে কোনো জটিলতা বা বিতর্ক বাড়াতে চাইছে না বিজেপি ৷ দীপাবলির পরে ফের নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী পদে বসানো হবে বলে স্থির হয়েছে।