নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১০ নভেম্বর : এক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুরের ২৪ ঘন্টা পার হয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ীদের মধ্যে। উল্লেখ্য গত রবিবার সীমানা প্রাচীর নিয়ে বিবাদে এলাকার ব্যবসায়ী পবন কেডিয়ার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও মহিলাদের মারধর করার অভিযোগ ওঠে যুব তৃণমূল নেতা দুর্জয় দাস ও তার সঙ্গীদের বিরুদ্ধে।
ঘটনায় দুর্জয় দাস ও তার তিন সঙ্গীর বিরুদ্ধে আক্রান্ত ব্যবসায়ীর তরফে অভিযোগ জানানো হয় থানায়।এদিকে পুলিশে অভিযোগ করায় ওই যুব নেতা দলবল নিয়ে রাতে ব্যবসায়ীকে হুমকিও দেন বলে অভিযোগ।আক্রান্ত ব্যবসায়ী পবন কেডিয়া বলেন, ঘটনার পর থেকেই আমরা পরিবার নিয়ে আতঙ্কে রয়েছি। অভিযোগ জানানোয় রাতেও ফের হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর ২৪ ঘন্টা পার হলেও অভিযুক্তদের কেন গ্রেফতার করা হয়নি তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে।অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারি না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি ব্যবসায়ী মহলের। মালদহ চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, থানার অদূরেই ঘটনাটি ঘটেছে। বিষয়টি জেনেই পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে বলেছি। দ্রুত প্রশাসনের তরফে পদক্ষেপ গ্রহণ করা না হলে জেলাজুড়ে ব্যবসা বন্ধের হুশিয়ারি দিয়েছেন তিনি।অন্যদিকে হরিষ্চন্দ্রপুর-১ ব্লক যুব তৃণমূল সভাপতি জিয়াউর রহমান বলেন, সংগঠনের যেই হোক না কেন আইন ভাঙলে প্রশাসন আইনমাফিক ব্যবস্থা নিবে। পাশাপাশি সংগঠনের তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।