আর সি টিভি সংবাদ , ৫ মার্চ :উড়েছে টিনের ছাউনি, ফেটেছে মেজে, ঘরের দেওয়ালও। সেখানে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হচ্ছে শিশু এবং প্রসূতি মায়েদের খাদ্য। অঙ্গনওয়ারী কেন্দ্রের বেহাল এই ছবি দেখা গেলোমালদার গাজোল ব্লকের বোমকা অঙ্গনওয়ারী কেন্দ্রে।জানা গিয়েছে, বছর ছয়েক আগে ঝড়ে উড়ে গিয়েছে ঘরের ছাউনি।
আরও পড়ুন –লোনের টাকা দিতে না পারায় গ্রাহককে মারধরের অভিযোগ কোচবিহারে
তারপর থেকে এই অবস্থায় পড়ে রয়েছে কেন্দ্রের ঘরটি।ফলে খোলা আকাশের নিচে রান্না করতে অসুবিধায় পড়তে হচ্ছে কেন্দ্রের কর্মীকে।গাছের পাতা থেকে শুরু করে পাখিদের মল মূত্র পরে ঘরের ভিতরে পড়ে থাকে।এমনই এক অস্বাস্থ্যকর পরিবেশেই রান্না হচ্ছে শিশু ও প্রসূতি মায়েদের প্রতিদিনের খাওয়ার। বর্ষার সময় বাধ্য হয়েই রান্নাবন্ধ রাখতে হয় কেন্দ্রে।রান্নাঘর সংস্কারের জন্যে শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের দফতরে আবেদন করা হলেও এখনও পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রের কর্মী মণিকা ভৌমিক।
আরও পড়ুন –সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ
অপরদিকে ঘরের এই বেহাল অবস্থা দেখে কেন্দ্রে শিশুদের পাঠান না গ্রামবাসীরা।শিশুদের মায়েরাই এসে খাওয়ার নিয়ে যায়। যদিও রান্না করা খাবারের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। অবিলম্বে যাতে কেন্দ্রের ঘরটি সংস্কার করা হয় তারও দাবী জানিয়েছেন গ্রামবাসীরা।অন্যদিকে কেন্দ্রের এই সমস্যার বিষয়ে সম্যকভাবে অবহিত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক খোকন বৈদ্য।ব্লক প্রশাসনের তরফে এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ হলেই সংস্কারের কাজ শুরু হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।