নিজস্ব সংবাদদাতা , হরিশচন্দ্রপুর , ২৩ মে : সংস্কারের অভাবে বেহাল নিকাশী ব্যবস্থা। ফলে বাড়ির ব্যবহারের নোংরা জমা জল উপচে পড়ছে রাস্তায়। জমা জল পেরিয়ে চলাফেরা করতে গিয়ে সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা।
দ্রুত নিকাশী ব্যবস্থা সংস্কারের দাবী জানিয়েছেন হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। উল্লেখ্য এলাকায় চারটি নিকাশীনালা নির্মাণে NREGS প্রকল্পে প্রায় ৭২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। যদিও এলাকায় নির্মাণকাজের জন্য গেলে ঠিকাদারদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা সঞ্জীব দাস বলেন , চলাচলের সুবিধার্থে ওই এলাকায় নর্দমার দাবী তুলেছেন তারা।কিন্তু এখানে কেউ কাজ করতে আসেনি। কাজ করতে এলে বাধা দেওয়ার কোন প্রশ্ন নেই। নর্দমা হলে গ্রামের প্রায় শতাধিক পরিবার উপকৃত হবে।যদিও কাজের ক্ষেত্রে এলাকার বিজেপি কর্মীরা বাধাদান করছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান অভিযোগ করে বলেন,ওই এলাকায় ড্রেন নির্মানের জন্য ঠিকাদার গিয়েছিল।তবে স্থানীয় কিছু বিজেপি কর্মী কাজে বাধা দিচ্ছে। তাই এলাকায় কোনো কাজ করতে গেলে তারা রুখে দাড়ায়।বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে যাতে বারবার বাধার সম্মুখীন না হতে হয়।যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি মন্ডল সভাপতি রূপেশ আগরওয়ালা বলেন, কাটমানি পাচ্ছে না তাই রাস্তার কাজ বন্ধ রেখে বিজেপির নামে বদনাম করছে তৃণমূল কংগ্রেস। ঠিকাদার যদি গরীব মানুষের বাড়ি ভেঙে ড্রেন করবে । স্বাভাবিক ভাবে বাসিন্দারা বাধা দিবেই।নিয়ম মেনে কাজ হলে কেউ বাধা দিবেনা বলে জানান রুপেশ আগরওয়ালা। অন্যদিকে দ্রত কাজ শুরু করতে প্রশাসনের সদর্থক ভূমিকা গ্রহণের দাবী জানিয়েছেন গ্রামবাসীরা।