আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার অর্ণব গোস্বামী

আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার অর্ণব গোস্বামী

নিউজ ডেস্ক , ০৪ নভেম্বর :  বুধবার সকালে গ্রেফতার রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। উল্লেখ্য ২০১৮ সালে ৫৩ বছর বয়সী ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েক আলিবাগে আত্মহত্যা করেন।

অন্বয় নায়েক সুইসাইড নোটে অর্ণব গোস্বামী ছাড়াও ফিরোজ শেখ ও নীতেশ সারদার নাম উল্লেখ করেন। সুইসাইড নোটে অন্বয় লেখেন, অর্ণব গোস্বামী,ফিরোজ শেখ ও নীতেশ সারদা তাঁর ৫ কোটি ৪০ লক্ষ টাকা দেননি, সেই টাকা না পেয়ে আর্থিক সমস্যায় পড়েছিলেন তিনি। অন্বয় কনকর্ড ডিজাইনার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। রিপাবলিক টিভির হয়ে কাজও করেছিলেন অন্বয়ের সংস্থা। কিন্তু রিপাবলিক সেই টাকা মেটায়নি বলে অভিযোগ ছিল অন্বয়ের।ঘটনার জেরে আলিবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়। ২০১৯ সালে রায়গড় পুলিশ মামলাটি বন্ধ করে দিলেও ২০২০ সালের মে মাসে মহারাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে পুনরায় আত্মহত্যায় প্ররোচনা করার মামলা দায়ের করে পুলিশ। রাজ্য সিআইডি এই মামলার তদন্তের স্বার্থে এদিন অর্ণবকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে আইক্যাস্টএক্স টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ফিরোজ শেখ এবং স্মার্ট ওয়ার্কের প্রতিষ্ঠাতা নীতিশ সারদাকেও গ্রেফতার করা হয়েছে।

Next Post

প্রচুর পরিমান সোনা সহ গ্রেপ্তার ৩

Wed Nov 4 , 2020
নিউজ ডেস্ক , ইসলামপুর , ০৪ নভেম্বর : অটোরিকশাতে তল্লাশি চালিয়ে থেকে প্রচুর পরিমানে বেআইনি সোনা সহ দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় চার কোটি টাকা। পুলিশ জানিয়েছে, নাম্বার প্লেট হীন একটি বেআইনি অটোরিকশা থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানের মাধ্যমে তিন দুষ্কৃতী সহ […]

আপনার পছন্দের সংবাদ