নদীরক্ষায় অতন্দ্র প্রহরী যুবক, আবর্জনা নদীতে না দিতে সতর্ক করছেন স্থানীয়দের

নদীরক্ষায় অতন্দ্র প্রহরী যুবক, আবর্জনা নদীতে না দিতে সতর্ক করছেন স্থানীয়দের

নিউজ ডেস্ক , ০৪ নভেম্বর :    শহরের মাঝে জনপদের গা ঘেষে আপনবেগে বয়ে চলেছে নদীটি। দুপাড়ের সংযোগ রক্ষার্থে তৈরি করা হয়েছে ব্রীজ।কিন্তু ব্রীজের নীচেই স্তূপীকৃত হয়ে আছে নোংরা আবর্জনা।যার ফলে গতি হারিয়েছে নদী।

নষ্ট হচ্ছে নদীপাড়ের সৌন্দর্য ও বাস্তুতন্ত্রও। আবর্জনার আড়ালে নদী পুনরুদ্ধারে এগিয়ে এসেছে স্থানীয় এক যুবক। মুখে বাঁশি। হাতে লাঠি নিয়ে ব্রীজের সামনে দাঁড়িয়ে রয়েছে সে। কেউ নোংরা আবর্জনা ফেলতে এলেই সতর্ক করছেন সকলকে। নদীতে ছুড়ে ফেলার পরিবর্তে আবর্জনা ভর্তি ব্যাগ জমা করতে বলছেন ব্রীজেরই একপাশে। যা পরদিন নিয়ে যাবেন পুরসভার কর্মীরা। পরিবেশ রক্ষায় তার এই লড়াই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইট করে এই ভিডিওটি প্রকাশ করেছেন আইএফএস অফিসার শ্বেতা বদ্দু। চন্দ্রকিশোর পাটিল নামে ওই যুবক গত প্রায় পাঁচ বছর ধরে নদীরক্ষার জন্য এই প্রহরীর কাজ করে আসছেন। না, এরজন্য মেলেনা কোন সরকারি অনুদান।আবর্জনায় চাপা পড়ে যাওয়া ভাগীরথীকে পুনরুজ্জীবন দানে ব্রতী চন্দ্রকিশোর সকাল থেকে রাত ১১টা পর্যন্ত পাহাড়ার কাজ চালিয়ে যান।পাঁঁচবছর ধরে এই লড়াই চালিয়ে আসছেন তিনি। এলাকার বাসিন্দা আইএফএস অফিসার শ্বেতা বদ্দুর ওই ব্রীজ দিয়ে যাওয়া আসা করবার সময় চোখে পড়ে দৃশ্যটি।নদীরক্ষার তার এই সংগ্রাম যাতে অন্যদেরও উদ্বুদ্ধ করে সেজন্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন এই ছবি।

Next Post

ফের রাষ্ট্রপতি হওয়ার পথে ট্রাম্প?

Wed Nov 4 , 2020
নিউজ ডেস্ক , ০৪ নভেম্বর :   পপুলার ভোট ও ইলেকটোরাল ভোট দুটিতেই এগিয়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাইডেন। তবুও ফের আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এখনও পর্যন্ত ২৩৮ টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন, অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৩ টি। প্রেসিডেন্ট হতে হলে পেতে হবে ২৭০ টি ইলেকটোরাল ভোট। […]

আপনার পছন্দের সংবাদ