নিউজ ডেস্ক , ১০ ডিসেম্বর : শীত পড়লে বাড়তে পারে করোনার প্রকোপ ৷ এমনটাই আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা ৷ তবে গত ২৪ ঘন্টায় যে রিপোর্ট সামনে এসেছে তা অনেকটাই স্বস্তি দায়ক। গত একদিনে সংক্রমণ যেমন বেশি বাড়ে নি, তেমনই কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৭২৫ জন।
এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৯২ লক্ষ ৫৪ হাজার ৩০৬ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লক্ষ ৭২ হাজার ২৯৩ জন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ৫২২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য হলেও কম। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ লক্ষ ৬৭ হাজার ৩৭২ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৪১২ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে কিছুটা বেশি। বৃহস্পতিবার দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৭৭২ জন। মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক।