নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ, ১৭ অক্টোবর : হাতে গোনা আর মাত্র কটা দিন তারপরেই উমা আসবেন ঘরে। চারিদিকে ইতিমধ্যেই সাজোসাজো রব। তবে করোনা সংক্রমণ বাঁধা হয়ে দাড়িয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দে।
অন্যান্য বারের মতো জাঁকজমকপূর্ণ পুজো না হলেও দর্শনার্থীদের কথা মাথায় রেখে যতটা সম্ভব পুজো আকর্ষণীয় করার চেষ্টা করছেন বিভিন্ন পুজো কমিটিগুলি। বিগ বাজেটের পুজো গুলিও এবারে তাদের বাজেট কমিয়ে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ সদর এলাকার পুজো গুলির মধ্যে অন্যতম হেমতাবাদ সুর্যসেন স্মৃতি সংঘের পুজো। এই বছর এই পুজো ৫১ তম বর্ষে পদার্পণ করলো। করোনা আবহের জেরে বাজেট কমিয়ে ছোটো করেই করা হচ্ছে পুজো। পুজো ঘিরে জোরকদমে চলছে পুজো মণ্ডপ তৈরির কাজ। কাল্পনিক মন্দিরের আদলেই তৈরি হচ্ছে পুজো মন্ডপ। পুজো মন্ডপ ও প্রতিমা তৈরির দায়িত্বে আছেন রায়গঞ্জের শিল্পীরা। থাকছে মন্ডপের সাথে মানানসই আলোকসজ্জা। পাশাপাশি পুজোর দিনগুলোতে করোনা নিয়ে সচেতনতার প্রচার করা হবে পুজো কমিটির তরফে। বাজেট কম হলেও দর্শনার্থীদের কাছে এই পুজো আকর্ষণীয় হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।