প্রচলিত কৃষিজ ফসলের পরিবর্তে গাঁদা ফুল চাষ করে লাভের মুখ দেখছেন মালদার এই কৃষক

নিজস্ব সংবাদদাতা , মালদা , ১০ ডিসেম্বর : কৃষিপ্রধান পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের প্রধান পেশাই হল কৃষিকাজ। ধান, পাট, ভুট্টা সহ অন্যান্য ফসল ও খাদ্যশস্য চাষ করে থাকে চাষীরা। কিন্তু চাষাবাদের ক্ষেত্রে একটু অন্যপথ বেছে নিয়েছেন মালদহের হবিবপুর ব্লকের কৃষক অভিমুন্য তরফদার৷ প্রায় পাঁচবছর ধরে গাঁদাফুল চাষ করছেন তিনি। ফুল চাষ করে প্রভূত লাভের মূখ দেখেছেন তিনি।

প্রসঙ্গত, হবিবপুর ব্লকের ঝিণঝিনি পুকুর এলাকার বাসিন্দা অভিমূণ্য তরফদার আর পাঁচজন চাষীর মত ধান, পাট, সব্জি এসবের চাষ করতেন।নেহাতই শখের বশে বাড়ি ও জমির একফালি জায়গায় গাঁদা ফুল লাগান তিনি। কিন্তু সেই ফুল বিক্রি করে বেশ লাভ হয় তার।এরপর সেই শখই একটা সময় পর পেশাতে পরিনত হয়েছে তার জীবনে। নিজের এবং লীজে থাকা দেড়বিঘা জমিতে বছর পাঁচেক ধরে গাঁদা ফুলের চাষ করছেন তিনি। ফুল চাষে লাভের অঙ্ক টাও বেশ ভালো। এবছরও তিনি দেড় বিঘা জমিতে গাঁদা ফুল চাষ করছেন। পাশাপাশি আরো দেড়বিঘা জমিতে গাঁদার চারা লাগিয়েছেন তিনি। অভিমন্যু বাবু বলেন, সর্ষে বা বেগুনের মাঝে ফুল চাষ করা যায়। যদিও সব্জির চাইতে ফুল চাষে লাভও অনেকটা বেশি। ভাদ্র মাসে বীজ রোপণ করে কার্তিক মাস থেকে ফুল ব্যবহার উপযোগী হয়। পরে শীতের শেষে বীজ লাগিয়ে তা বৈশাখ-জ্যেষ্ঠ মাস অব্দি ফুল থাকে।গাঁদাফুল চাষে খরচ অনেক কম। যদিও ঋণ না মেলায় নিজের খরচে ফুল চাষ করে থাকেন। বর্তমানে স্থানীয় বাজারের পাশাপাশি অন্যান্য জায়গাতেও ফুল পাঠাচ্ছেন বলে জানান অভিমুণ্যবাবু।

Next Post

গোপনে হানা দিয়ে ব্রাউন সুগার সহ হাতেনাতে গ্রেফতার এক যুবক, তোলা হল আদালতে

Thu Dec 10 , 2020
নিজস্ব সংবাদদাতা , ইংরেজবাজার , ১০ ডিসেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।উল্লেখ্য, গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতে বুধবার রাতে মালদার ইংরেজবাজারের আম বাজার এলাকায় হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ। সেসময় ব্রাউন সুগার সহ হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে পুলিশ কর্তারা। […]

আপনার পছন্দের সংবাদ