পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানো হবে

নিউজ ডেস্ক, ১৫ নভেম্বর : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রবিবার দুপুর দুটো নাগাদ হাসপাতাল থেকে সৌমিত্র বাবুর মরদেহ গলফ গ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে টালিগঞ্জের টেকনিশয়ান স্টুডিওতে।

সেখানে চলচ্চিত্র জগতের শিল্পী ও কলাকুশলীদের শ্রদ্ধা নিবেদনের পর ঘণ্টা দুয়েকের জন্য মরদেহ রবীন্দ্রসদন চত্বরে সাধারণ মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শায়িত থাকবে। এরপরে কোভিড বিধি মেনে তাঁর শেষ যাত্রা কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে তাঁকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। সন্ধ্যার মধ্যেই সৌমিত্র বাবুর দেহ সৎকারের প্রক্রিয়া শেষ করা হবে। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনীতিবিদ থেকে শুরু করে রুপোলি পর্দার তারকারাও৷ গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তাঁর নির্দেশেই প্রয়াত অভিনেতাকে গান স্যালুট দেওয়া হবে৷

Next Post

বিহারে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশই, সিদ্ধান্ত এন ডি এ বৈঠকে

Sun Nov 15 , 2020
নিউজ ডেস্ক, ১৫ নভেম্বর :   বিহারের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। আজ পাটনায় এনডিএ-র এক বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, হিন্দুস্তানী আওয়াম মোর্চা সভাপতি জিতেন রাম মাঝি এবং বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহনি প্রমুখ উপস্থিত ছিলেন […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম