নিউজ ডেস্ক , ১৭ জানুয়ারী : মন্দিরে গিয়েছিলেন তীর্থ করতে। সেই তীর্থ যাত্রা থেকে ফেরার সময় অঘটন। রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের হাইটেনশন তারের সংস্পর্শে এসে দাউদাউ করে জ্বলে গেল যাত্রীবোঝাই বাস। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ছ’জনের। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭ জন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোর জেলার মহেশপুরে।
বিদ্যুতের ঝুলে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন তারের সঙ্গে সংস্পর্শে এসে জ্বলে গেল গোটা বাস। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ছয় যাত্রীর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোর জেলার মহেশপুরে। জানা গেছে ২৫ জনের মতন যাত্রী মন্দিরে গিয়েছিল পুজো দিতে। সেখান থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গাড়ির ভেতরেই আগুনে পুড়ে ঝলসে মৃত্যু হয় দুজনের। এই দুজন হল চালক ও তাঁর সহযোগী বাসের মধ্যেই জীবন্ত দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ অগ্নিদগ্ধ অবস্থায় সমস্ত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় আরও ৪ জনের। আরও ১৭ জন গুরুতর জখম হয়ে যোধপুরের হাসপাতালে ভরতি রয়েছেন। এ প্রসঙ্গে জালোরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কালেক্টর ছগন লাল গয়াল জানিয়েছেন, মান্ডোলি থেকে বেওয়ার উদ্দেশে যাত্রা করা বাসটি রাস্তা হারিয়ে ফেলেছিল। সে সময় তার ওপর ইলেকট্রিক তার এসে পড়ে। মুহূর্তে জ্বলে যায় গোটা বাস।