নিউজ ডেস্ক, ৫ইজানুয়ারি : স্ত্রীর দেহ কাঁধে নিয়ে কয়েক মাইল হেঁটে দাহ করতে নিয়ে চলেছেন স্বামী। করোনা কালে এই দৃশ্যের সাক্ষী আগেও থেকেছেন দেশের মানুষ। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল উত্তরবঙ্গে। অমানবিক এই দৃশ্যের সাক্ষী রইলো জলপাইগুড়ির বাসিন্দারা।জলপাইগুড়ি হাসপাতালে মারা গিয়েছেন লক্ষীরানী দেওয়ান। স্ত্রীর মৃতদেহ কিভাবে নিয়ে যাবেন বাড়িতে আর […]