নিউজ ডেস্ক , ১৫ জানুয়ারী : প্রাথমিক বিদ্যালয়ে মি়ড ডে মিলের জন্য মজুত চালে মরা টিকটিকি এবং ইঁদুর উদ্ধারের ঘটনায় কড়া পদক্ষেপ স্কুলশিক্ষা দফতরের।উল্লেখ্য গত বুধবার মালদার চাঁচলের শাউরগাছি বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসীদের বিক্ষোভ দেখানোর সময় ড্রামে মজুত করা চালে মেলে মরা ইঁদুর ও টিকটিকি।ঘটনায় প্রধান শিক্ষককে ঘিরে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকেরা। অভিভাবকদের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিডিওর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন জেলাশাসক। এনিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার সাহা, খরবা দুই নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আব্দুল হানিফ এবং চুক্তিভিত্তিক কর্মী স্বপ্না সরকারকে শোকজ করা হয়।প্রাথমিক তদন্তে কর্তব্যে গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যে স্কুল শিক্ষা দফতরকে সুপারিশ করা হয় জেলা প্রশাসনের তরফ থেকে। এরপরইখরবা দুই নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আব্দুল হানিফ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার সাহাকে সাসপেন্ড ও চুক্তিভিত্তিক কর্মী এডুকেশন সুপারভাইজার স্বপ্না সরকারকে বরখাস্ত করা হতে পারে এই মর্মে স্কুল শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা পাঠানো হয় শনিবার। এমনকী এরপরেই চুক্তিভিত্তিক কর্মী এডুকেশন সুপারভাইজার স্বপ্না সরকারকে তার পদ থেকে বরখাস্ত করার নির্দেশিকা জারী করা হয়।শিক্ষা দপ্তরের এই নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাঅপরদিকে মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন জানান, অভিযোগ পেয়ে দ্রুত ঘটনার তদন্ত শুরু করেছিল জেলা প্রশাসন। অভিযোগ প্রমাণিত হবার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল নিয়ে অনিয়মের অভিযোগ
