নিউজ ডেস্ক ,১৮ইজানুয়ারি : আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে পুরাতন মালদায় পঞ্চায়েতি সভা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ মোড় এলাকায়
জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী মৃণালিনী মাইতি সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্বরা। এদিনের সভা শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন চন্দ্রিমা ভট্টাচার্য৷ কি ভাবে রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র তা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। আবাস যোজনা থেকে লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্য সাথী নিয়ে যেভাবে মিথ্যে প্রচার করছে বিজেপি ও কেন্দ্র তা নিয়েও সরব হন চন্দ্রিমা ভট্টাচার্য।
আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে পঞ্চায়েতি সভা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য
