নিউজ ডেস্ক , ১১ জানুয়ারী ২০২৩ : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের ঘটনায় মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ালো মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায়।
ঘটনায় আহত বেশ কয়েকজন। জানা গিয়েছে, এদিন রাতে লক্ষ্মীপুর এলাকায় তৃণমূল কার্যালয়ে ক্যারম খেলছিলেন বেশ কয়েকজন কর্মী সমর্থক। সেসময় আচমকাই সেখানে দলবল নিয়ে হামলা চালায় মাইনুল শেখ। মাইনুল শেখ স্থানীয় লক্ষ্মীপুর পঞ্চায়েত সদস্য। এদিন কার্যালয়ে থাকা দলীয় কর্মী সমর্থকদের মারধোর করার পাশাপাশি ভেঙ্গে দেওয়া হয় টিভি, বাইক, গাড়িও। এমনকী কার্যালয় অফিসের ড্রয়ার ও এক বাইকের ডিকি ভেঙ্গে টাকা লুটপাট করে নিয়ে যায় তারা। এমনকী গন্ডগোল চলাকালীন দুরাউন্ড গুলিও চালানো হয় বলে দাবী উপস্থিত কর্মীদের। বিবাদের জেরে আহত তৃণমূল কর্মীদের মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী। এলাকা দখলের উদ্দেশ্যে এই হামলার ঘটনা বলে দাবী স্থানীয় কর্মী সমর্থকদের। অন্যদিকে গোটা ঘটনার নিন্দায় সরব হয়েছে বিজেপি। বিভিন্ন পঞ্চায়েতে হওয়া দূর্নীতির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবী জেলা বিজেপি নেতৃত্বের। অপরদিকে এধরণের ঘটনা কোনভাবেই কাম্য নয়। যারা দলকে বদনাম করতে এধরণের বিবাদে লিপ্ত হচ্ছে তাদের বিরুদ্ধে দলের তরফে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর।