সপ্তাহ না কাটতেই কঙ্কালসার দশা ফুটে উঠলো সদ্যনির্মিত সড়কপথের, ঘটনায় পথ অবরোধ ক্ষুব্ধ গ্রামবাসীর

সপ্তাহ না কাটতেই কঙ্কালসার দশা ফুটে উঠলো সদ্যনির্মিত সড়কপথের, ঘটনায় পথ অবরোধ ক্ষুব্ধ গ্রামবাসীর

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৩ নভেম্বর : কাজ শেষ হওয়ার এক সপ্তাহ না পেরোতেই কঙ্কালসার চিত্র ফুটে উঠলো সদ্যনির্মিত সড়কপথের। এই ঘটনায় রাস্তাটির নির্মাণের দ্বায়িত্বে থাকা ঠিকাদার সংস্থা এবং জেলা পরিষদ সদস্যার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হল এলাকাবাসীরা। সোমবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে চাঁচলের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের স্বরুপগঞ্জ এলাকায়।

জানা গিয়েছে,স্বরুপগঞ্জ থেকে মল্লিকপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। পিচের আস্তরন উঠে গিয়ে রাস্তাটির মাটি বেরিয়ে গিয়েছিল।ফলে যাতায়াত করতে গিয়ে সমস্যা পড়তে হয় পার্স্ববর্তী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের।বেহাল এই রাস্তার পরিবর্তে কংক্রিট ঢালাই রাস্তা নির্মাণের দাবী ছিল দীর্ঘদিনের। বাসিন্দাদের দাবি পূরণে ওই এলাকার মালদা জেলা পরিষদের সদস্যা বন্দনা ঘোষ রাস্তাটির পুনর্নির্মাণের আশ্বাস দেন। সেই অনুযায়ী গত এক সপ্তাহ আগে জেলা পরিষদের প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে কংক্রিটের বিশিষ্ট একটি ঢালাই রাস্তার কাজ হয়।অভিযোগ রাস্তাটি ঢালাই হওয়ার সাত দিন পরেই ভেঙেচুরে গিয়েছে। রাস্তা থেকে বেরিয়ে এসেছে পাথর, কোথাও দেখা যাচ্ছে বড় বড় ফাটল। রাস্তার এই দশা দেখে বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে এদিন ওই রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়।

রাস্তাটি পুনরায় কংক্রিট ঢালাইয়ের দাবীতে সরব হন ক্ষুব্ধ গ্রামবাসীরা।অবিলম্বে এ বিষয়ে উদ্যোগ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।এদিন প্রায় ৫ ঘন্টা ধরে আন্দোলন চলার পর ব্লক প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় গ্রামের বাসিন্দারা। যদিও তৃণমূল কংগ্রেসের মালদা জেলা মুখপাত্র শুভময় বসু জানিয়েছেন, জেলা পরিষদকে এ বিষয়ে জানানো হয়েছে। অবিলম্বে জেলা পরিষদের সভাধিপতি ও ইঞ্জিনিয়ার রাস্তাটি পরিদর্শনে যাবেন। এমনকী উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থাটিকে ব্ল্যাক লিস্টেড করার আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন শুভময় বসু।

Next Post

অভাবকে জয় করে ডাক্তারিতে সুযোগ

Mon Nov 23 , 2020
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২৩ নভেম্বর : হতদরিদ্র পরিবারের ছেলে সরকারিস্তরে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ায় খুশির আবহ ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের হাসুয়া গ্রামে। আনন্দ বর্মন প্রথমবার ডাক্তারী পরীক্ষায় বসে সর্বসাধারণের মধ্যে ৫৮০৭ এবং এসসি কোটায় ৪৮৯ র‍্যাঙ্ক করেছে। ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে সরকারিস্তরে ডাক্তারিতে ভর্তিও […]

আপনার পছন্দের সংবাদ