চাকুলিয়া , ৭ সেপ্টেম্বর : নদী থেকে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চাকুলিয়া থানার শ্রীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় কিছু মানুষেরা নদীতে মাছ ধরতে আসলে মৃতদেহটি ভেসে থাকতে দেখেন।
ঘটনার খবর জানাজানি হতেই পার্শ্ববর্তী এলাকার মানুষেরাও ভিড় জমান। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতলের মর্গে পাঠিয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে তদন্তের পাশাপাশি কিভাবে তার মৃত্যু হল তা নিয়েও তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ। অপরদিকে, নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক কিশোর। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে মানিকচক থানার নুরপুর ব্রিজ এলাকায়। জানা গিয়েছে, ওই কিশোরের নাম তোহিব আলী। তার বাড়ি মানিকচকের নুরপুরের ফকির টোলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কালিন্দী নদীতে কয়েকজন বন্ধুর সাথে স্নান করতে নেমেছিল ওই কিশোর। নদীতে স্নান করতে নামলে জলের তোড়ে আচমকাই গভীর জলে তলিয়ে যায় সে। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়াতে খবর দেওয়া হয় পুলিশকে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। ওই কিশোরের খোঁজে নদীগর্ভে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকেরা।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।