নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ০৫ এপ্রিল : বালুরঘাটে বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিল তৃণমুল কংগ্রেস প্রার্থীরা। সোমবার বালুরঘাটের তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্ত, কুমারগঞ্জ আসনের তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মন্ডল এবং গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাস মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে আসেন।
তপন বিধানসভার তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু করোনা আক্রান্ত হওয়ায় তার নির্বাচনী এজেন্ট মনোনয়ন পত্র জমা দেবেন। তবে মনোনয়নের আগে বালুরঘাটের দিশারী মাঠ থেকে বালুরঘাট হাইস্কুল মাঠ পর্যন্ত শহরজুড়ে মিছিল বের করে তৃনমূল। এদিনের মিছিল কার্যত জন প্লাবনে পরিণত হয়। বালুরঘাটে ৪ প্রার্থী ছাড়াও এদিন বুনিয়াদপুরে তৃণমূলের হরিরামপুর বিধানসভার প্রার্থী বিপ্লব মিত্র এবং কুশমন্ডি বিধানসভা তৃণমূল প্রার্থী রেখা রায়ও মনোনয়ন পত্র জমা দেন। এদিন গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন হরিরামপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রফিকুল ইসলাম। দলীয় কার্যালয় থেকে বিশাল মিছিল করে এদিন বুনিয়াদপুর শহর পরিক্রমা করে। পরে মহকুমা শাসকের দপ্তরে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র পেশ করেন তিনি।