নিউজ ডেস্ক , ০৯ ডিসেম্বর : গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। প্রবল শ্বাসকষ্ট জনিত কারণে তাকে নিয়ে যাওয়া হল উডল্যান্ডস হাসপাতালে। দীর্ঘদিন ধরেই বুদ্ধদেববাবুর অক্সিজেনের সাপোর্ট লাগে।
গত কয়েক দিন ধরেই অসুস্থ এই বাম নেতা। তীব্র শ্বাসকষ্ট রয়েছে তাঁর। বুধবার সকাল থেকে শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। এরপরই দলীয় স্তরে আলোচনা করে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম। ৭০-এর নিচ নেমে গিয়েছে অক্সিজেনের মাত্রা। হাসপাতাল সূত্রে খবর, সামান্য জ্বর রয়েছে তাঁর। কোভিডবিধি মেনে তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছে। বুকের এক্স-রে করা হয়েছে। এক্স-রে রিপোর্ট মোটের উপর ভালো বলেই জানা গিয়েছে। বেসরকারি হাসপাতালের ফ্লু ক্লিনিকে তাঁর চিকিৎসা চলছে। গত বছরের সেপ্টেম্বর মাসে আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন তিনি। সে বারও তিনি প্রবল শ্বাসকষ্ট এবং রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। তবে কয়েক দিন পরেই সুস্থ হয়ে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে আসেন তিনি।