হেমতাবাদ, ২৯জুন : বেহাল রাস্তা সংস্কারের দাবীতে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। মঙ্গলবার মহিপুরহাটখোলা সংলগ্ন এলাকার রাস্তায় বেশকিছু গ্রামবাসী বিক্ষোভ দেখান। জানা যায়, হেমতাবাদ ব্লকের মহিপুর হাটখোলা এলাকা থেকে টুঙ্গইল বিলপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য।
নির্বাচনের পূর্বে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি মিললেও পরে তা আর বাস্তবায়িত হয় না। এলাকাবাসী সুত্রে জানা যায়, মহিপুর, বিলপাড়া, রতিবাটি, চাঁন্দবাটি, তিলগাঁও, বালুফারা, কৃষ্ণবাটি, পাটৈর এলাকার প্রায় দুই হাজার মানুষের যাতাযাতের মূল রাস্তা এটি। তাই এই রাস্তা বেহাল থাকায় প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। মূলত বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল কাঁদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা। এই রাস্তা দিয়েই গ্রামবাসীদের মহিপুর হাট, রেশন দোকান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে যেতে হয়। তাই বেহাল রাস্তা সংস্কারের দাবীতে এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন তারা। অন্যদিকে এই বিষয়ে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় বলেন, পূর্বে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল তবে মাঝে নির্বাচন চলায় কাজ বন্ধ হয়। করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে যানচলাচল বন্ধ থাকায় রাস্তা তৈরীর সামগ্রী বাইরে থেকে আনা সম্ভব হচ্ছে না। তবে আগামী ১৫ই জুলাই থেকে রাস্তা তৈরির কাজ শুরু হবে বলে এদিন আশ্বাস দেন তিনি।
আরও খবর পড়ুন : ভারতীয় মানচিত্র বিকৃতির জেরে আটক টুইটার ইন্ডিয়ার প্রধান