নিউজ ডেস্ক , ২৫ আগস্ট : আফগানিস্তান থেকে ভারতে আসা ১৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। যার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার যে ৭৮ জনকে উদ্ধার করে দেশে ফেরানো হয়েছিল, তাঁদের মধ্যে ১৬ জনের শরীরেই মিলেছে মারণ ভাইরাসের হদিশ। শুধু তাই নয়, গতকাল যাঁরা আফগানভূমি থেকে গুরু গ্রন্থসাহিব নিয়ে ফিরেছিলেন, সেই তিন শিখও সংক্রমিত বলে জানা গিয়েছে। আর গুরু গ্রন্থসাহিব মাথায় করে দিল্লি বিমানবন্দর থেকে আনার সময় তাঁদের সংস্পর্শে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীও। ফলে সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। উল্লেখ্য, তালিবানি তাণ্ডবে ফের রক্তক্ষয়ী সময়ের সাক্ষী আফগানবাসী। সেখানে আটকে পড়া ভারতীয়দের পাশাপাশি আফগান নাগরিকদেরও নিরাপদে ভারতে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। গ্লোব মাস্টারে চাপিয়ে ফেরানো হচ্ছে তাঁদের। এখনও পর্যন্ত ৬২৬ জনকে দেশে আনতে সফল হয়েছে ভারত। যাঁদের মধ্যে ২২৮ জন ভারতীয় নাগরিক। তবে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে আক্রান্ত সকলেই উপসর্গহীন রোগী। আফগানিস্তান ফেরত সকলকেই কোয়ারেন্টাইন রাখা হয়েছে।
আপনার পছন্দের সংবাদ
-
4 years ago
২৪ ঘন্টায় দেশে সংক্রমিত লক্ষাধিক
-
7 months ago
টি ২০ বিশ্বকাপ জয় ভারতের, উন্মাদনায় ভাসল শহর