নিউজ ডেস্ক, ৭ জুলাই : মন্ত্রীত্ব যেতে পারে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর৷ এমনই খবর বিশেষ সূত্রে। উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সম্ভবনার আগেই দেবশ্রী চৌধুরীকে নাকি ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। বিজেপির পক্ষ থেকে তাঁকে নারী ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে।
অর্থাৎ মন্ত্রিসভার পুণর্বিন্যাসে দেবশ্রী চৌধুরী মন্ত্রীপদ হারাতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে বুধবার সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথগ্রহণ হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবির গেরুয়া শিবিরকে নেতৃত্ব দেওয়ার জন্য দেবশ্রী চৌধুরী কিংবা লকেট চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল। কারণ চলতি বছরেই রাজ্য সভাপতি হিসেবে শেষ হচ্ছে দিলীপ ঘোষের মেয়াদ। ফলে পদ্মশিবিরের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার দৌড়ে উঠে আসে বিজেপি সাংসদ লকেটের নাম। পাশাপাশি বাংলা থেকে শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিকও মন্ত্রিসভার সদস্য হতে পারেন বলে শোনা যাচ্ছে। কিন্তু সেখানে দিলীপ ঘোষের নাম নেই। তাই রাজ্য সভাপতির পদও দেবশ্রীকে দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয়ও রয়েছে। অর্থাৎ দেবশ্রীর ক্ষমতা খর্ব করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বলেই মনে করা হচ্ছে। তবে তাঁকে দলের সাংগঠনিক কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। এদিকে, এদিন পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এবং মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারকেও। অর্থাৎ মন্ত্রিসভায় যে বড়সড় রদবদল হতে চলেছে তা বলাই বাহুল্য।