নিউজ ডেস্ক , ০২ নভেম্বর : চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্যেও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সাময়িক কিছু স্থিতিশীলতা থাকলেও অত্যন্ত সংকটজনক তিনি। রবিবার থেকেই তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে।
মেডিসিন শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারেনি। রক্তপাত সংক্রান্ত সমস্যা ছাড়াও তার স্নায়বিক জটিলতা শারীরিক অবস্থা আরও সংকটজনক করে তুলেছে। ১০ দিনেরও বেশি সময় ধরে অচৈতন্য অবস্থায় রয়েছেন তিনি। হিমোগ্লোবিনের মাত্রাও ওঠানামা করছে তার। ইতিমধ্যেই চার ইউনিট রক্ত দেওয়া হয়েছে। করা হয়েছে সিটি অ্যাঞ্জিওগ্রাফিও। ভাস্কুলার সার্জন, জেনারেল সার্জন, অ্যানাস্থেসিওলজি এবং অন্য সকলের সাথেও পরামর্শ করে রক্তপাত বন্ধ করার চেষ্টা করা হয়েছে। যদিও খুব ভাল খবর দেওয়ার বিষয়ে প্রতিদিনই আশা হারাচ্ছেন চিকিৎসকরা। উল্লেখ্য, সৌমিত্র চ্যাটার্জী এবছর ৬ অক্টোবর দক্ষিণ কলকাতার বেলভিউতে ভর্তি হন। প্রথমাবস্থায় COVID-19 পজিটিভ রিপোর্ট এসেছিলো তার। এর পাশাপাশি শারীরিক বিভিন্ন অসুস্থতা রয়েছে তার। ক্রনিক অবস্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) সমস্যা ছিল এবং ২০১২ সালে নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। যদিও সেসময় হাসপাতালে ভর্তি হয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিজান’ ছবির শুটিং করছিলেন তিনি। তিনি ভারতের অন্যতম সেরা অভিনেতা এবং অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সাথে চৌদ্দটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১২ সালে, ভারতীয় সিনেমায় অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরষ্কারে সম্মানিত হন তিনি। এছাড়াও পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন তিনি।