নিউজ ডেস্ক, ১৫ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বলিউড স্টার অনিল কাপুর, সোনম কাপুর এবং সাথে মায়াবতী ও শিবরাজ ও রয়েছেন। এরা প্রত্যেকেই মুম্বাই ও দিল্লির সমস্ত রকম সুযোগ সুবিধা ছেড়ে সোজা থাকতে চলে এলেন উত্তরপ্রদেশে?
শুধু তাই নয়, ওনাদের সাথে এলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কুখ্যাত জঙ্গি নেতা ওসামা বিন লাদেন (যিনি মৃত বলেই জানা গেছে)। তাও প্রত্যন্ত এক গ্রামে! এমনটাও সম্ভব? সম্ভব কি অসম্ভব তা পরিষ্কার নয় তবে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার ডোমারিয়াগঞ্জের ভাইসাহিয়া গ্রামের ভোটার তালিকা অন্তত এমনটাই বলছে। সামনেই উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা সংশোধনের কাজ করছিলেন এলাকার ব্লক স্তরের অফিসারেরা। আর তখনই ভোটার লিস্ট দেখে চক্ষু চড়ক গাছে ওঠার অবস্থা হয়েছে প্রশাসনের। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রমিলা দেবী জানান, ভোটার লিস্ট অনুযায়ী এক ব্যক্তির নাম এসেছে লাদেন এবং বাবার নামের জায়গায় রয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নাম। তিনি আরো বলেন, গত ৫ই অক্টোবর ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে তিনি এই চাঞ্চল্যকর বিষয়টি লক্ষ্য করেন। যদিও বিষয়টি নিয়ে খোঁজখবর করে তিনি জানতে পারেন, এই নামে ওই অঞ্চলে কেউ থাকেন না। সবটাই ভুয়ো।
সূত্রের খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ২০১৫ সালে নির্বাচন হয়েছিলো উত্তরপ্রদেশে আর সেবারই শেষ বারের মতো ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল৷ তারপর আর ভোটার তালিকা দেখা হয়নি। আর তখনই হয়তো কেও মজার ছলে ওই নামগুলো ভোটার তালিকায় নথিভুক্ত করেছিল। তবে যথাযথ তদন্ত করে এসব নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।