নিউজ ডেস্ক : বাংলা আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের তালিকা নিয়ে গড়মিল ও স্বজনপোষণের অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর দুই বিডিও অফিসের সামনে।
গ্রামবাসীদের বক্তব্য প্রায় দুই বছর আগে এলাকায় ঘরের ব্যাপারে একটি সমীক্ষা করেছিল গ্রামীণ সম্পদ কর্মীরা। সেই সমীক্ষার ভিত্তিতেই ঘর কারা পাবে তার তালিকা তৈরি হয়। এই তালিকা গড়মিল করে তৈরি করা হয়েছে৷ প্রকৃত গরীব মানুষেরা তালিকায় জায়গা পান নি। একই অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেসের চাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আসিফ একবালের। তার অভিযোগ বহু গরিব মানুষ বঞ্চিত বাংলা আবাস যোজনা তালিকা থেকে। তার প্রতিবাদেই এই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামীণ সম্পদ কমীদের বিরুদ্ধে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও আনেন তিনি।
এদিকে গোয়ালপোখর দুই ব্লকের বিডিও কানাইয়া কুমার রায় বলেন প্রকৃত গরীব মানুষেরাই ঘর পাবে। তালিকা যাদের নাম রয়েছে তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে।এছাড়া গ্রামীণ সম্পদ কমীদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সরাসরি বিডিও অফিসে অভিযোগ করুন বিষয়টি খতিয়ে দেখা হবে। ঘরের জন্য কাউকে টাকা না দেওয়ার বিষয়ে গ্রামে গ্রামে মাইকিং করে সচেতন করা হবে।
আরও পড়ুন ……….করোনার ছোবলে এবার চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী