নিউজ ডেস্ক , করনদিঘী : নাবালককে চুরির অপবাদে নির্মমভাবে মারধোর করার অভিযোগে করনদিঘি থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা ফজলুর রহমান সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করলো। করনদিঘি থানার পুলিশ অফিসার বিমল শাটিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে। পুলিশ এই মামলায় দুইজনকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতদের ইসলামপুর আদালতে হাজির করালে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। যদিও ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা ফজলুর রহমান।
*দেখুন ভাইরাল সেই ভিডিও (১৫/৮/২০) ভিডিওর সত্যতা যাচাই করেনি আর সি টিভি
উল্লেখ্য করনদিঘি থানার দৌলতপুর গ্রামে রবিবার সাবধান হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র সমীর আলিকে চোর সন্দেহে দোকানের বারান্দায় হাত পা বেঁধে এলাকার তৃনমূল কংগ্রেস নেতা ফজলুর রহমান নামে তৃনমূল কংগ্রেস নেতা চাবুক দিয়ে বেধরক মারধোর করে বলে অভিযোগ উঠেছিলো। এই ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদের ঝড় ওঠে। চাপে পড়ে