‘দেশ স্বাধীন ১৫ অগস্ট, ২০ জুন কীভাবে বাংলা দিবস?’ প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

ডিজিটাল ডেস্কঃ বাংলা দিবস (Bangla Diwas) কবে পালন হবে, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের বিশেষ সচিব (Special Secretary) পশ্চিমবঙ্গের সংস্কৃতি দফতরকে চিঠি দিয়ে জানিয়েছেন, ২০ জুন ‘বাংলা দিবস’ পালন করা হবে। সেই চিঠি ঘিরেই তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “বাংলার দিন ঠিক করবে কে? উত্তরপ্রদেশ (Uttar Pradesh)? বিজেপি (BJP) ইচ্ছামতো চাপিয়ে দেবে? এটা বাংলার চরম অপমান।” মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলা নিজের দিবস নিজেই ঠিক করবে এবং বাংলার জন্য উপযুক্ত দিন ১ বৈশাখ।

মুখ্যমন্ত্রী বলেন, “দেশ স্বাধীন হয়েছে ১৫ অগস্ট। জুন তো স্বাধীনতার দু’মাস পর। হঠাৎ ২০ জুন বাংলার দিন কীভাবে নির্ধারণ করা হল? এটা বাংলাকে অপমান করার নামান্তর।”

আরও পড়ুনঃ নবান্ন থেকে সাফ বার্তা: সংবিধান হত্যা দিবস পালন করবে না বাংলা

মমতার অভিযোগ, “এটা বিজেপির (BJP) আরোপিত সংস্কৃতি। ওরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। বাংলার ইতিহাস, সংস্কৃতি, আত্মপরিচয় বিজেপির চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে চলতে পারে না।”

তিনি আরও বলেন, “বাংলার মানুষ নিজেদের দিন নিজেরা ঠিক করবে। আমাদের কাছে বাংলা দিবস মানে ১ বৈশাখ। বাংলা নববর্ষের দিনই বাংলার প্রকৃত আত্মপরিচয়ের দিন।”

এছাড়া মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, “আমরা কোনও চাপিয়ে দেওয়া দিবস পালন করব না। কেন্দ্রের এই সিদ্ধান্ত বাংলার গৌরবকে খাটো করে দেখার অপচেষ্টা।”

সংস্কৃতি মন্ত্রকের তরফে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০ জুন প্রতিটি রাজ্যপাল (Governor)-এর কার্যালয়ে ‘বাংলা দিবস’ পালিত হবে। তবে মুখ্যমন্ত্রীর মতে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বাংলার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এরা বাংলার সংস্কৃতি বোঝে না, বাংলার মন বোঝে না। উত্তরপ্রদেশ থেকে বাংলার দিন নির্ধারণ করা যায় না। এটা বাংলার অপমান।”

সংক্ষেপে, মুখ্যমন্ত্রীর বার্তা, “বাংলা দিবস ঠিক করবে বাংলা, বিজেপি নয়।”

Next Post

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরলেন ১১০ ভারতীয় পড়ুয়া

Thu Jun 19 , 2025
ডিজিটাল ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বহু কষ্টে, আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে অবশেষে দেশে ফিরলেন ১১০ জন ভারতীয় ছাত্রছাত্রী। সবাই ইরানের পশ্চিম আজারবাইজানের উরমিয়া মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (Urmia Medical University) ডাক্তারি পড়ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার ভোরে তাঁরা নয়াদিল্লি বিমানবন্দরে এসে পৌঁছন। ভারত সরকারের ‘অপারেশন সিন্ধু’ (Operation Sindhu)-র অংশ হিসেবে এই […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম