
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৫ এপ্রিল : রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হওয়ার পর থেকেই প্রকাশ্যে আসছে বিক্ষিপ্ত রাজনৈতিক হিংসার ঘটনা। এমনই ঘটনার ছবি উঠে এলো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে।
রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। বুধবার রাতে গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের রাজগ্রামে। জানা যায়, এদিন রাতে এলাকার তৃণমূল কর্মী বাপ্পা থোকদারের বাড়ি বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা বোমা মারে বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল কংগ্রেস কর্মী। যদিও এই অভিযোগ সম্পূর্ণরুপে ভিত্তিহীন বলে দাবী করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
