নিউজ ডেস্ক,২৫ইজানুয়ারিঃ আদিবাসী হোস্টেলের ছাত্রদের স্টাইপেন্ড এর টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হল এক স্কুল শিক্ষক। জানা গেছে দক্ষিণ দিনাজপুরের রামচন্দ্রপুর হাই স্কুলের কর্মশিক্ষার শিক্ষক অশ্বিনী মাহারাকে মঙ্গলবার রাতে তপন থানার পুলিশ গ্রেপ্তার করে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্কুলে আসছিলেন না ওই শিক্ষক। মঙ্গলবার অভিযুক্ত ওই শিক্ষক স্কুলে আসার পর স্থানীয় গ্রামবাসীরা ঐ শিক্ষককে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার খবর পেয়ে তপন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্কুলের পক্ষ থেকে জানা গিয়েছে, ঐ শিক্ষক স্কুলের আদিবাসী ছাত্রাবাসের দ্বায়িত্বে ছিলেন। সেসময় ছাত্রাবাসের ছাত্র সংখ্যা ভুয়ো দেখিয়ে এবং বিভিন্ন ভাবে ভুয়ো বিল করে সরকারি টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ। এবিষয়ে স্কুলের প্যাড, স্টাম্প চুরি করে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সই জাল করছিলেন বলেও অভিযোগ। এক মাস আগে স্কুলের পক্ষ থেকে ওই শিক্ষকের নামে ছাত্রাবাসে টাকা তছরুপ করবার জন্য তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর মঙ্গলবার রাতে তপন থানার পুলিশ অশ্বিনী মাহারা নামে ওই শিক্ষক কে গ্রেফতার করে।বুধবার ধৃত শিক্ষককে বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ। জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, অভিযুক্ত ব্যক্তি কে প্রতারণার অভিযোগে তপন থানার পুলিশ গ্রেফতার করেছে।বালুরঘাট জেলা আদালতের মুখ্য বিচারবিভাগীয় বিচারক গৈরিক রায় এদিন অভিযুক্তের চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন৷ এমনটাই জানিয়েছেন আদালতের সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার।
আপনার পছন্দের সংবাদ
-
2 years ago
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ
-
2 months ago
সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
-
2 years ago
ভুতুড়ে বিল নিয়ে নাজেহাল কাঠমিস্ত্রি!