নিউজ ডেস্ক , বালুরঘাট , ২১ সেপ্টেম্বর : করোনা পরিস্থিতিতে চরম অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন সাধারন মানুষ। বহু মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। পরিস্থিতি এমনই যে দু বেলা দুমুঠো ভাতের জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে অনেককে।
এই অবস্থায় অস্বাভাভিক বিদ্যুৎ বিল বাড়তি বোঝা হয়ে উঠেছে মানুষের কাছে। ছয় মাসের বিদ্যুতের বিল মুকুব, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য কমানো এবং প্রতি মাসের বিল প্রতিমাসে নেওয়ার দাবীতে এবারে আন্দোলনে সরব হল দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্ট নেতৃত্ব। সোমবার বালুরঘাটে জেলা বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভ সামিল হন তারা। দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন সংগঠন নেতৃত্ব। এদিনের কর্মসূচীতে আর এস পির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, সি পি এম নেতা অভিজিৎ চন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আর এস পি নেতা বিশ্বজিত চৌধুরী বলেন,” গোটা রাজ্যজুড়েই বর্ধিত বিদ্যুত বিলের প্রতিবাদে আন্দোলনে নেমেছে বামফ্রন্ট। তিনমাস পরপর বিদ্যুত এর বিল আসায় স্ল্যাব বেড়ে যাচ্ছে। মানুষকে বাড়তি পয়সা দিতে হচ্ছে। মানুষের হাতে লকডাউন পরিস্থিতিতে এমনিতেই পয়সা নেই। তার উপর অস্বাভাবিক বিদ্যুত বিল মানুষ মেটাতে অপারগ। রাজ্যসরকার এবিষয়ে প্রয়োজনীয় ভূমিকা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা।