নিউজ ডেস্ক , ২০ সেপ্টেম্বর : উত্তর দিনাজপুরের ইসলামপুররের দাড়িভিট এলাকার দুই ছাত্র রাজেশ ও তাপসের মৃত্যুবার্ষিকীতে মাতৃভাষা দিবস পালন করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)।
এদিন বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় রাজেশ ও তাপসের ছবিতে মাল্যদান করে সংগঠনের নেতাকর্মীরা।
এবিভিপির পক্ষ থেকে সব্যসাচী রায় জানান, গত দু’বছর আগে উত্তর দিনাজপুরের দাড়িভিটে বাংলা ভাষারশিক্ষকের দাবিতে ছাত্রদের আন্দোলনে সময় পুলিশের গুলিতে রাজেশ তাপস এর মৃত্যু হয়। সেই ঘটনা স্মরণে রেখে এদিন মৃত ছাত্রদের শ্রদ্ধা জানানো হয়।
পাশাপাশি ওই ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবিও জানানো হয় এদিন। অন্য দিকে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট ও জেলার ইটাহারেও একই ইস্যুতে মাতৃভাষা দিবস পালন করা হয় এবিভিপির পক্ষ থেকে।
এই উপলক্ষ্যে এলাকায় একটি মিছিলেরও আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। অন্যদিকে ডালখোলাতেও একই ইস্যুতে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিজেপি যুব মোর্চার ডালখোলা শহর মন্ডল শাখা। পাশাপাশি মাতৃভাষা দিবসও পালন করা হয় এদিন।পাশাপাশি দুই দিনাজপুর ও মালদা জেলার বিভিন্ন প্রান্তে একই ইস্যুতে আয়োজিত হয় ভাষা দিবস সহ নানান কর্মসুচী।