নিউজ ডেস্ক , ২৩ ডিসেম্বর : বাবার মৃত্যুর পর সাংসারিক অশান্তির জেরে আত্মঘাতী মা। বর্তমানে ২ শিশু অনাথ। পৃথক জায়গায় দিন কাটছে তাদের। এবারে তাদের পাশে দাঁড়ালেন প্রতিবেশীরা। শিশুদুটিকে একসাথে ভালেভাবে রাখার দাবীতে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা পথে নামে।
রিলিজের আগেই চর্চায় হৃতিক-দীপিকার ‘ফাইটার’
এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের ২৫ নং ওয়ার্ডে। তারা চাইছেন বাচ্চা দুটির ভরনপোষণের দায়িত্ব নিক তাদের মেসো। বাচ্চা দুটির এমন মর্মান্তিক পরিনতির জন্য তাদের মেসোকেই দায়ী করছেন প্রতিবেশীরা। তারা জানান, ২০২০ সালে এলাকার বাসিন্দা রামচন্দ্র রায়ের মৃত্যু হয়েছিল। তারপর থেকে সরকারি সহায়তায় মোটামুটি ভালে ভাবেই চলছিল সংসার। কিন্তু এরই মধ্যে ঐ মহিলা তার বোনের স্বামী সুরজিত রায়ের ভালেবাসার প্রলোভনে পরে যায়। ২ জন বিয়েও করে ফেলেন।
জেলাজুড়ে বনাঞ্চলে পিকনিকে নিষেধাজ্ঞা
তারপর থেকেই অশান্তির সূত্রপাত। অভিযোগ সুরজিৎ ফু্সলিয়ে মহিলার সব সম্পত্তি আত্মসাৎ করে। এর জেরে পরে ঐ মহিলা অর্থাৎ শিশু দুটির মা আত্মসাৎও করে। অনাথ হয়ে যায় বাচ্চা দুটি। সম্প্রতি মৃত দম্পতির ছোট ছেলে পরীক্ষা দিতে এলাকায় এলে দাদার খোঁজে কান্নায় ভেঙে পরে। যা দেখে ভেঙে পরেন এলাকার মানুষ। এরপর সকলে একজোট হয়ে শনিবার পথে নামেন। তারা চাইছেন, সুরজিৎ কে বাচ্চাদুটির ভরনপোষন নিতে হবে। সেই সঙ্গে তাদের হাতে সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে হবে।ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর অসীম অধিকারি। বর্তমানে অভিযুক্ত সুরজিৎ পলাতক বলে স্থানীয় সূত্রের খবর।