বিসর্জন নির্বিঘ্ন রাখতে তৎপর পুরসভা

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৫ অক্টোবর :  আজ নবমী। রাত পোহালেই মৃন্ময়ী মায়ের প্রতিমা বিসর্জনের তোড়জোড় শুরু হয়ে যাবে বিভিন্ন বারোয়ারি, সার্বজনীন ও পারিবারিক দুর্গাপূজা মণ্ডপ গুলিতে। এরই পরিপ্রেক্ষিতে রায়গঞ্জের খরমুজাঘাট ও বন্দর কুলিক নদী ঘাটে সব রকম প্রস্তুতি সেরে ফেলছে রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ।

দেবী নিরঞ্জন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নবমীর দিন সকালে রায়গঞ্জের বিভিন্ন ঘাটে সরেজমিন পরিদর্শনে যান রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য পৌরসভার কর্তা ব্যক্তিরা। এদিন সন্দীপবাবু বলেন, রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে নগরবাসীকে কোভিড ১৯ পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে বিসর্জন সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। ভয়াবহ এই অতিমারির পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে সকলে এই উৎসবে অংশ নিতে পারে যে জন্য পুলিশ প্রশাসন সবরকম ভাবে সাহায্য করছে।আশাকরি পুর নাগরিকরাও আমাদের সহযোগিতার হাতবাড়িয়ে দেবেন।

Next Post

'আনন্দ করজ' সম্পন্ন প্লেব্যাক সিঙ্গার নেহা কক্করের। সুরে সুরে মনের কথা ব্যক্ত করলেন নব দম্পতি

Sun Oct 25 , 2020
নিউজ ডেস্ক , ২৫ অক্টোবর :   বেশ কিছু দিন থাকেই ভাইরাল হচ্ছিলো প্রোপোজাল, রোকা, মেহেন্দী সহ বিভিন্ন ইভেন্টের ছবি। অবশেষে শনিবার সেরে ফেললেন বিবাহপর্ব। বলিউডের বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার নেহা কাক্কর ও রোহনপ্রীত সিং এর “আনন্দকরজ” সেলিব্রেশন হল সুরে সুরে। যদিও গুরুদুয়ারে গিয়ে পরিবারের সকলের উপস্থিতিতে খুব সাধারণভাবেই দুজনের বিয়ে হয়। […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম