আর সি টিভি সংবাদ , ১৪মার্চ :প্রখর রৌদ্র দাবদাহে জেরবার সাধারন মানুষ।আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছে কালবৈশাখীর।আর এর মাঝেই নির্ধারিত সূচী মেনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন সকাল থেকেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্র যথেষ্ট উৎসাহের সাথেই পরীক্ষা দেন পরীক্ষার্থীরা। উত্তরদিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জের বিভিন্ন স্কুলের পরীক্ষাকেন্দ্রগুলিতেও একই ছবি। জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় বাড়ীর ছেলেমেয়েরা বসায় তাদের সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রগুলিতে হাজির অভিভাবকরা।কিন্তু পরীক্ষার্থীরা তো পরীক্ষা কেন্দ্রে।
আরও পড়ুন –ডিম উৎপাদনে স্বাবলম্বী হতে চলেছে উত্তরবঙ্গ
তাই পরীক্ষা শুরুর পর অভিভাবকরা এই তিনঘন্টা সময়ে কি করবেন? মাথার উপর প্রখর রোদ।শুকিয়ে আসছে গলা।তেষ্টা নিবারনই বা হবে কিভাবে। না,উদ্বেগের কিছু নেই। এক্ষেত্রে অভিভাবকদের সহায়তায় এগিয়ে এসেছে রায়গঞ্জ পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে মানবিক উদ্যোগ। পৌরসভার উদ্যোগে পরীক্ষাকেন্দ্রগুলির সামনে করা হয়েছে টেন্ট।মাথার উপর দেওয়া অস্থায়ী ছাউনি,কাপড় দিয়ে ঘেরা দেওয়াল।আর গরমে তৃষ্ণা মেটাতে রাখা হয়েছে পানীয় জলের সুবন্দোবস্ত। পরীক্ষাচলাকালীন প্রতিদিনই এই ব্যবস্থাপনা থাকবে বলে পৌরসভা সূত্রের খবর। রায়গঞ্জ পৌরসভার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবিকারা।তিনঘন্টার অপেক্ষায় অন্তত দাবদাহ থেকে কিছুটা রেহাই মেলায় খুশী তারা
আরও পড়ুন –গ্রুপ সি চাকরি বাতিল তৃণমূল নেতার পরিবারের ৩ জন
এ বিষয়ে রায়গঞ্জ পৌরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘিরে সবরকম ভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পৌরসভা। পরীক্ষার্থীদের সাফল্য কামনার পাশাপাশি তাদের ও অভিভাবক অভিভাবিকাদেী জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি টেন্টে মোতায়েন রয়েছেন পৌর কর্মীরা। কোনো রকম সাহায্যের দরকার পরলে তৎক্ষনাৎ পৌর কর্মীরা সহায়তা করবেন। এছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবারও ব্যবস্থা রাখা হয়েছে।অন্যদিকে যুব তৃণমূলের পক্ষ থেকেও এদিন শুভেচ্ছা জানানো হয় পরীক্ষার্থীদের। তাদের হাতে তুলে দেওয়া হয় কলম, জলের বোতল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক অনিরুদ্ধ সাহা সহ অন্যান্য নেতৃত্ব।