বাগান থেকে চা পাতা চুরি দুষ্কৃতীদের, পথ অবরোধ চাষিদের

নিউজ ডেস্ক , চোপড়া , ০৪ অক্টোবর : রাতের অন্ধকারে বাগান থেকে চুরি হয়ে যাচ্ছে কাঁচা চা পাতা। পুলিশ প্রশাসনকে একাধিকবার জানিয়েও সুরাহা হয় নি বলে অভিযোগ। তার প্রতিবাদেই রবিবার আন্দোলনে নামেন চা চাষিরা। এদিন উত্তর দিনাজপুরের চোপড়ায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা।

উল্লেখ্য সম্প্রতি চায়ের সামান্য দাম ঊর্ধ্বমুখী হওয়ায় চাষিরা একটু মুখ তুলে চেয়েছেন। আর এসময়েই কয়েক মাস ধরে লাগাতার বিভিন্ন বাগান থেকে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কুইন্টালের পর কুইন্টাল চা পাতা চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে চোপড়া থানা এলাকায় ভৈসপিটা এলাকায় চাষীরা বিক্ষোভ দেখান। চা চাষীদের অভিযোগ, দিনের-পর-দিন চা পাতা চুরি হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত বাগানের চাষীরা। একমাত্র আয়ের উৎস বন্ধের পথে। পরিবার নিয়ে তারা সমস্যায় পড়েছেন। পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনো কাজ না হওয়ায় অবশেষে তারা রাস্তায় নেমেছেন। চা চাষীদের আরও অভিযোগ, এলাকার বাসিন্দাদের একাংশ ও স্থানীয় পাইকাররা এই চুরির ঘটনায় মদত যোগাচ্ছে। দুষ্কৃতীদের কাছ থেকে কম দামে পাতা কিনে কারখানায় বেশি দামে বিক্রি করে তারা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে চা চাষীরা সামিল হবেন এদিন হুঁশিয়ারি দেন আন্দালনকারীরা।

Next Post

বিকল ইনভার্টার, লোডশেডিংয়ে চিকিৎসার জন্য ভরসা মোমবাতির আলো

Sun Oct 4 , 2020
নিউজ ডেস্ক , হরিশ্চন্দ্রপুর , ০৪ অক্টোবর :  বিকল ইনভার্টার, ফলে লোডশেডিংয়ে মোমবাতি জ্বালিয়ে চলছে চিকিৎসা। এমন ঘটনাই ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রের ইনভার্টার থাকলেও দীর্ঘদিন ধরে তা বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে লোডশেডিং কিংবা ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালিয়ে চলছে চিকিৎসা পরিসেবা।দিনের বেলা […]

আপনার পছন্দের সংবাদ