নিউজ ডেস্ক , ২৮ নভেম্বর : র্যাগিং একটি সামাজিক অভিশাপ। যা রুখতে কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে রয়েছে অ্যান্টি র্যাগিং কমিটি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও এই কমিটি কাজ করছে। মঙ্গলবার এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
জমি নিয়ে বিবাদ, বন্ধ হল চলাচলের রাস্তা
এই বৈঠকে নেতৃত্ব দেন উপাচার্য দীপক কুমার রায়। উপস্থিত ছিলেন ডিএসপি রিপন বল, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার, অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, প্রশান্ত মহলা, শকুন্তলা গুপ্তা, ডঃ পিনাকী রায় সহ কমিটির সমস্ত সদস্য ও ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিরাও। এই কমিটির কার্যকারিতা নিয়ে এদিন বিশদে আলোচনা করা হয়। র্যাগিং রুখতে ইউ জি সি-র গাইড লাইন মেনে করার ব্যপারেও এদিন আলোচনা হয়। অ্যান্টি র্যাগিং কমিটির কনভেনর ডঃ পিনাকী রায় জানান, বিশ্ববিদ্যালয়ে কোথাও এমন কোনো ঘটনা ঘটলে কোন পদ্ধতিতে পদক্ষেপ গ্রহন করা হবে তা তুলে ধরেন কমিটির সদস্যরা। আগামীতে অ্যান্টি র্যাগিং স্কোয়াড ও অ্যান্টি র্যাগিং কমিটিকে নিয়ে যৌথ ভাবে বৈঠক করা হবে। করা হবে ওয়ার্কশপও।