
আর সি টিভি সংবাদ , ৭মার্চ :চারিদিকে আজ মুক্ত বাতাস, পাখির কলতান। মঙ্গলবার রঙের উৎসবে মেতে উঠেছেন আপামর মানুষ।একে অপরকে রাঙিয়ে দেওয়ার দিন এটি। শুধু শরীর নয় রাঙিয়ে তুলতে হবে মনকেও। রঙের মধ্যে দিয়েই হিংসা, বিদ্বেষ, বিভাজন কে দুরে সরিয়ে তৈরী করতে হবে সম্প্রীতির বন্ধন। তবেই আসবে দোল অর্থাৎ বসন্ত উৎসবের স্বার্থকতা।
আরও পড়ুন –প্রথাগত চাষবাস ছেড়ে বিকল্প চাষাবাদ করেই সাবলম্বী!
এই বিশেষ বার্তাকে সামনে রেখে বাঙালির আবেগ শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আদলে প্রতিবছরের মত এবারে রায়গঞ্জ শহরে করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। ২০০৫ সালে প্রথম এই স্থানেই সূচনা হয়েছিল বসন্ত উৎসবের। তারপর ১৮ টি বসন্ত পেরিয়ে এবারে ১৯ তম বর্ষে পদার্পন করছে এই উৎসব। রায়গঞ্জ পৌরসভার সহযোগীতায় অনুষ্ঠিত এই উৎসব রাজনীতি, ধর্ম-বর্ণ সব কিছুর উর্ধ্বে গিয়ে এক মিলনক্ষেত্রে পরিনত হয়। এবছরেও তার ব্যতিক্রম হলনা। এদিন সকালে আনুষ্ঠানিক ভাবে এই উৎসবের সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, মহকুমাশাসক কিংশুক মাইতি, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌরপ্রশাসক অরিন্দম সরকার, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলীপ মিত্র, উৎসব কমিটির সম্পাদক ডাঃ জয়ন্ত ভট্টাচার্য, সভাপতি গৌর দত্ত সহ অন্যান্য বহু বিশিষ্ট মানুসজন। এবছরেও তার ব্যতিক্রম হল না। প্রায় ২০০ জন নৃত্য ও সঙ্গীত শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেন। একে অপরকে রঙীন আবীরে রাঙিয়ে এই উৎসবস্থল পূর্নতা লাভ করে।
