
নিউজ ডেস্ক, ২৪ জুন : রাজ্য বিজেপির অনলাইন প্রশিক্ষণ শিবিরে রয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়? চমকে উঠলেন? অনলাইন বৈঠকেও ঠিক এইভাবে চমকে গিয়েছিলেন পদ্ম শিবিরের সদস্যরা। আচমকাই বিজেপির ভার্চুয়াল প্রশিক্ষণ শিবিরের ‘পার্টিসিপেন্টস’ বা ‘সদস্য’ তালিকায় ভেসে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।
আর তখনই বৈঠক বন্ধ করে দেয় গেরুয়া শিবির।জানা গিয়েছে, বুধবার থেকে রাজ্য বিজেপির পদাধিকারীদের নিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ। করোনা পরিস্থিতিতে ভার্চুয়ালিই চলছে এই শিবির। হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলছিল সেই শিবির। আচমকাই দেখা যায়, ভার্চুয়াল প্রশিক্ষণের সেই আলোচনায় হাজির হয়েছে ‘মমতা বন্দ্যোপাধ্যায়’, ‘জয় বাংলা’র মতো বেশ কয়েকটি নাম ব্যবহারকারী। তাতেই দানা বাঁধে সন্দেহ। এরপর দেখা যায়, শুধু এই নামই নয়, আরও বেশ কয়েকটি অদ্ভুত নাম ব্যবহারকারীরাও ঢুকে পড়েছে ভারচুয়াল শিবিরে। সঙ্গে সঙ্গে বোঝা যায়, লিংকটি প্রকাশ্যে এসে গিয়েছে কোনওভাবে। আর তাতেই এই বিপত্তি। তা বোঝার পরই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় বিজেপির এই ভার্চুয়াল প্রশিক্ষণ শিবির।বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জানার চেষ্টা চলছে যে, এই লিঙ্ক কীভাবে বাইরে ফাঁস হল? একেবারে ঘরের কথা বাইরে ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়ে বিজেপির অন্দরে। এই ঘটনায় এবারে প্রবল অস্বস্তিতে বঙ্গের পদ্মশিবির। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ রাজ্য নেতৃত্ব। তবে দলীয় স্তরে শুরু হয়েছে তদন্ত।
আরও খবর পড়ুন : পুলিশের জালে তিন ডাকাত, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও চোরাই বাইক
