নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১১ ডিসেম্বর : গ্রামগঞ্জের খেলাধুলার মানোন্নয়নে রতুয়া দু’নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের মিরজাতপুরে শুরু হলো দিবারাত্রিব্যাপী ভলিবল প্রতিযোগিতা। মিরজাতপুর সার্বজনীন কো-অপারেশন মডার্ন ক্লাব এন্ড লাইব্রেরী এবারে ষষ্ঠতম দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা আয়োজন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ভলিবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি।
এদিনের কর্মসূচিতে আব্দুর রহিম বক্সি ছাড়াও রতুয়ার বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ক্রীড়া প্রেমী মানুষেরা। উল্লেখ্য প্রতি বছরই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে চলেছে রতুয়া দু’নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের মিরজাতপুরের মিরজাতপুর সার্বজনীন কো-অপারেশন মডার্ন ক্লাব এন্ড লাইব্রেরী। এবারে ষষ্ঠতম দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা আয়োজন করেছে তারা। খেলা শুরুর পূর্বে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি জানিয়েছেন, প্রতি বছরই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে রতুয়া দু’নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের মিরজাতপুরের মিরজাতপুর সার্বজনীন কো-অপারেশন মডার্ন ক্লাব এন্ড লাইব্রেরী। কলকাতা, কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আটটি দল এ দিনের খেলায় অংশগ্রহণ করে। পাশাপাশি কমিটির খেলার আয়োজন খুব ভালো লাগছে। করোনা আবহে সমস্ত সরকারি নির্দেশিকা মেনে খেলার আয়োজন করেছে উদ্যোক্তারা।
পাশাপাশি বহু মানুষ ভিড় জমিয়েছেন মাঠ প্রাঙ্গনে মাঠ প্রাঙ্গনে। ক্লাবের সকলকে এমন একটি টুর্নামেন্টের আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি রাজ্য সরকার ও বিভিন্ন ক্লাব গুলিকে আর্থিক সহযোগিতা করে চলেছে। আগামী দিনে এই ক্লাবকেও আরোও আর্থিক সহযোগিতা করা হবে সরকারের উদ্যোগে। ক্লাবের সভাপতি আল্লারক্ষা রহমান বলেন, কলকাতা, কোচবিহার, রায়গঞ্জ, গঙ্গারামপুর সহ রাজ্যের ৮ টি দল অংশগ্রহন করেছে এই ভলিবল প্রতিযোগিতায়। খেলার সময়সূচী দু-মাস পূর্বেই নির্ধারন করা হয়েছিল। করোনার জন্য পিছিয়ে গিয়েছে। অবশেষ বৃহস্পতিবার থেকে শুরু হল খেলা। মাঠ প্রাঙ্গনে দর্শকদের উপস্থিতিও রয়েছে নজরকাড়া। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ নগদ অর্থে পুরস্কৃত করা হবে। এদিনের কর্মসূচিতে আব্দুর রহিম বক্সি ছাড়াও রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, ক্লাবের সভাপতি আল্লারক্ষা রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।