নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০৯ নভেম্বর : জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যবসায়ীকে মারধোরের অভিযোগ উঠলো তৃণমূলের এক নেতার বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকার ব্যবসায়ী পবন কেডিয়া মাস দুয়েক আগে বাড়ির সীমানা প্রাচীর দিয়ে ঘিরে নেন। কিন্তু যাতায়াতের রাস্তা দখল করে পাঁচিল দেওয়া হয় বলে অভিযোগ।
পাশাপাশি জায়গাটি পঞ্চায়েতের অধীনস্থ বলে তিনদিনের মধ্যে ওই প্রাচীর সরানোর নির্দেশ দেওয়া হয় ওই ব্যবসায়ী।নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।কিন্তু উত্তরের অপেক্ষা না করেই এদিন তৃণমূলের স্থানীয় সদস্য জয়ন্তী দাসের ছেলে দুর্জয় দাস দলবল নিয়ে চড়াও হয়ে প্রাচীর ভেঙে দেয় বলে অভিযোগ। কিন্তু ব্যবসায়ী নিজের জমিতে ফের নতুন করে প্রাচীর তোলার কাজ শুরু করলে ফের তারা বাধা দেয়।
দুর্জয়ের নেতৃত্বে দলবল নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় বাধা দেওয়ায় তার বাবা, স্ত্রী ও মাকে মারধর করা হয় বলে অভিযোগ। তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গন্ডগোলের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।যদিও ব্যবসায়ী পবন কেডিয়ার দাবী, পঞ্চায়েতের নয় নিজেদের জায়গাতেই প্রাচীর তোলা হয়েছিল।কিন্ত এদিন আচমকাই হামলা চালানো হয়।ঘটনায় দুর্জয় ও তার সঙ্গীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা তৃণমূল নেতা দুলাল সরকার জানিয়েছেন, দুর্জয়কে দলের পক্ষ থেকে কোন সংগঠন কিংবা দলীয়ভাবে কোন পদ দেওয়া হয়নি।সমাজবিরোধী কাজকর্ম করলে তার বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নেবে।