বুধবার থেকে কলকাতায় বিভিন্ন শাখায় চালু হচ্ছে লোকাল ট্রেন

বুধবার থেকে কলকাতায় বিভিন্ন শাখায় চালু হচ্ছে লোকাল ট্রেন

নিউজ ডেস্ক , ০৮ নভেম্বর :  করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ কলকাতার লাইফ লাইন বলে পরিচিত লোকাল ট্রেন। ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ৷ এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন তারা ৷ অবশেষে ট্রেন চালুর ব্যাপারে রেল কর্তৃপক্ষর সঙ্গে আলোচনায় বসে রাজ্য৷ সেখানেই ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয় রেল ৷

এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ৷ জানা গেছে করোনা সতর্কতায় সব ধরনের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে দক্ষিণ পূর্ব রেল আগামী বুধবার থেকে শহরতলীর লোকাল ট্রেন পরিষেবা চালু করছে।বুধবার থেকে বিভিন্ন শাখায় ৪০ টি আপ এবং ৪১ টি ডাউন সহ দিনে মোট ৮১টি ট্রেন চালানো হবে। পাশাপাশি পূর্ব রেল শিয়ালদহ ডিভিশনের মেইন-বনগাঁ এবং দক্ষিণ শাখায় দিনে ৪১৩টি ট্রেন চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া ডিভিশনের মেইন, কর্ড এবং তারকেশ্বর শাখায় চলবে ২০২টি ট্রেন।

Next Post

আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, খুশির হাওয়া তাঁর তামিলনাড়ুর আত্মীয় বাড়িতেও

Sun Nov 8 , 2020
নিউজ ডেস্ক , ০৮ নভেম্বর :  শুধু সময়ের অপেক্ষা। আমেরিকার ইতিহাসে এই প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন কমলা হ্যারিস৷ তিনিই আমেরিকার প্রথম ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। কমলার মা প্রয়াত শ্যামলা গোপালান ছিলেন তামিলনাড়ুর বাসিন্দা। পড়াশোনা সূত্রেই মার্কিন মুলুকে পা দিয়েছিলেন তিনি। সেখানে পড়তে গিয়ে প্রেম৷ পরে একজনকে […]

আপনার পছন্দের সংবাদ