নিউজ ডেস্ক , ০৮ নভেম্বর : করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ কলকাতার লাইফ লাইন বলে পরিচিত লোকাল ট্রেন। ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ৷ এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন তারা ৷ অবশেষে ট্রেন চালুর ব্যাপারে রেল কর্তৃপক্ষর সঙ্গে আলোচনায় বসে রাজ্য৷ সেখানেই ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয় রেল ৷
এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ৷ জানা গেছে করোনা সতর্কতায় সব ধরনের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে দক্ষিণ পূর্ব রেল আগামী বুধবার থেকে শহরতলীর লোকাল ট্রেন পরিষেবা চালু করছে।বুধবার থেকে বিভিন্ন শাখায় ৪০ টি আপ এবং ৪১ টি ডাউন সহ দিনে মোট ৮১টি ট্রেন চালানো হবে। পাশাপাশি পূর্ব রেল শিয়ালদহ ডিভিশনের মেইন-বনগাঁ এবং দক্ষিণ শাখায় দিনে ৪১৩টি ট্রেন চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া ডিভিশনের মেইন, কর্ড এবং তারকেশ্বর শাখায় চলবে ২০২টি ট্রেন।